রায়গঞ্জ

করোনা টিকা বিতর্কে জড়ালেন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি

করণদিঘির বিধায়কের পর এবার হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতির করোনা টিকা নেওয়াকে কেন্দ্র করে বিতর্ক।

 

Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের তৃণমূল নেতা তথা হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়ের করোনা ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে বিতর্ক। পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, তিনি হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবার সুবাদে টিকা নেওয়ার তালিকায় তাঁর নাম ছিল। সেই তালিকায় নাম থাকার কারনে তিনি করোনা টিকা নিয়েছেন। এই টিকা নেওয়াকে শেখর রায় নিজে কোনও অন্যায় হিসেবে দেখছেন না। তৃণমূল কংগ্রেস বিষয়টির মধ্যে কোনও অন্যায় না দেখলেও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির হেমতাবাদ মন্ডল কমিটির সহ সভাপতি দেবব্রত সাহা অভিযোগ করে বলেন, সাধারণ মানুষের কথা না ভেবে হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা টিকা নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার সাথে সাথে সারা দেশে করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী প্রথম পর্যায়ে শুধুমাত্র স্বাস্থ্য কর্মীদের টিকা দেওয়া হবে। তবে রাজ্যের বেশ কিছু জেলায় তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা তথা বিধায়ককে টিকা নিতে দেখা গিয়েছে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বিধায়ক মনোদেব সিনহাকেও দেখা গিয়েছে টিকা নিতে। যদিও তৃণমূলের দাবি, রোগী কল্যান সমিতির চেয়ারম্যান হওয়ার কারণে টিকা প্রাপকদের তালিকায় নাম রয়েছে তাঁদের। তবে বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

বিজেপির হেমতাবাদ মন্ডল কমিটির সহ সভাপতি দেবব্রত সাহার অভিযোগ, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় সাধারণ মানুষের কথা না ভেবে নিজের কথা ভেবেই টিকা নিয়েছেন।যদিও হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় অবশ্য টিকা নেওয়াকে অন্যায় কিছু দেখছেন না। তিনি রোগী কল্যান সমিতির চেয়ারম্যান হবার সুবাদেই তার নাম তালিকায় রাখা হয়েছে। তাই তিনি টিকা নিয়েছেন বলে জানিয়েছেন শেখর রায়।

Related News

Back to top button