রায়গঞ্জ

হেলমেট পরিহিত মোটরবাইক চালকদের উপহার দিল রায়গঞ্জ ট্রাফিক পুলিশ

৩১তম পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হলো শনিবার থেকে। এক সপ্তাহ ব্যাপী চলবে ট্রাফিক আইন নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কর্মসূচি। এদিন হেলমেট পরিহিত মোটর বাইক চালকদের হাতে গোলাপ ও চকোলেট উপহার দেন পুলিশ।

Bengal Live রায়গঞ্জঃ ৩১ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহে ট্রাফিক আইন মেনে চলা ও হেলমেট পরিহিত মোটরবাইক চালকদের গোলাপ ফুল আর চকোলেট উপহার দিয়ে উৎসাহিত করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ট্রাফিক পুলিশ। পাশাপাশি ” সেফ ড্রাইভ সেভ লাইফ ” প্রকল্প প্রচারের স্টিকারও বিলি করা হল এদিন।

শনিবার থেকে শুরু হয়েছে ৩১ তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ। শুরুর দিনেই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, ইটাহার, কালিয়াগঞ্জ হেমতাবাদ এই চারটি থানা এলাকায় গাড়ির চালক ও মোটরবাইক আরোহীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে এবং সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পকের রূপায়নে উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জ থানার ট্রাফিক পুলিশ।

রায়গঞ্জ থানার ট্রাফিক পুলিশের আইসি মলয় মজুমদারের নেতৃত্বে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ও ১০ নম্বর রাজ্য সড়কের সংযোগস্থলে পুলিশের ট্রাফিক পয়েন্টে চলাচলকারী হেলমেট পরিহিত বাইক আরোহীদের হাতে গোলাপ ফুল ও চকোলেট তুলে দেন রায়গঞ্জ থানার ট্রাফিক পুলিশ কর্মীরা। এদিন বিভিন্ন যানবাহনে ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ” সেফ ড্রাইভ সেভ লাইফ ” স্টিকার বিলি করা হয়। পুলিশের এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন উত্তর দিনাজপুর জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক গোবিন্দ শিকদার।

Related News

Back to top button