রায়গঞ্জ

রাজ্য কলা উৎসবে নৃত্যে প্রথম ইটাহার হাই স্কুলের সায়ন নাচবে জাতীয় স্তরের মঞ্চে

রাজ্যে প্রথম ইটাহার হাই স্কুলের সায়ন সরকার। রাজ্য কলা উৎসবে নৃত্য প্রতিযোগিতায় প্রথম হয়ে এবার সে অংশ নেবে জাতীয় স্তরের কলা উৎসবে। খশির হাওয়া ইটাহারে।

Bengal Live ইটাহারঃ রাজ্য কলা উৎসবে নৃত্য বিভাগে প্রথম হল উত্তর দিনাজপুরের ইটাহার হাই স্কুল। এই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র সায়ন সরকার নৃত্য প্রতিযোগিতায় রাজ্যের মধ্যে প্রথম হয়ে এবার জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। সায়নের সাফল্যে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ছড়িয়েছে ইটাহার হাই স্কুলে।

গত ১৩ ও ১৪ নভেম্বর কলকাতার রবীন্দ্র তীর্থে অনুষ্ঠিত হয় রাজ্য কলা ঊৎসব। এই উৎসবে বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় রাজ্যের মোট ২৩ টি জেলার বিভিন্ন স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এর মধ্যে জেলা স্তরের নৃত্য প্রতিযোগিতায় প্রথম হয়ে উত্তর দিনাজপুরের ইটাহার হাই স্কুলের সায়ন সরকার ও মিনি সাহা ওই রাজ্য স্তরের নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। মিনি কোনও স্থান না পেলেও সায়ন দরকার তার বলিষ্ঠ নৃত্য পরিবেশনায় বিচারক সহ সকলকে মুগ্ধ করে প্রথম স্থান অধিকার করে।

গত চার বছর ধরে ইটাহার হাই স্কুলের ছাত্রছাত্রীরা রাজ্য কলা উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে। স্কুলের শিক্ষক অভিজিৎ চৌধুরী জানান, ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি তাদের কলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে নিজস্ব প্রতিভার বিকাশ ঘটাতে আমরা উৎসাহ দিই। এর ফলেই গত চার বছর ধরে জেলা ও রাজ্য স্তরের কলা উৎসবে আমাদের স্কুলের ছেলেমেয়েরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এবার রাজ্যে প্রথম হয়ে আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে সায়ন। শুক্রবার কলকাতা থেকে ফিরতেই সায়নকে ঘিরে উচ্ছ্বাসে মাতে ইটাহার হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। চলে মিষ্টিমুখের পালা।

Related News

Back to top button