রায়গঞ্জ

হেমতাবাদের বিজেপি বিধায়কের রহস্য মৃত্যুর ঘটনায় দ্বিতীয় অভিযুক্ত গ্রেপ্তার

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্য মৃত্যুর প্রায় তিন সপ্তাহ পর ধরা পড়ল দ্বিতীয় মূল অভিযুক্ত মাবুদ আলী। শনিবার তাকে তোলা হয় আদালতে।

Bengal Live রায়গঞ্জঃ হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের রহস্য মৃত্যুর ঘটনায় দ্বিতীয় মূল অভিযুক্ত গ্রেপ্তার। দীর্ঘদিন পলাতক থাকার পর মালদা থেকে গ্রেপ্তার মাবুদ আলী নামে ওই অভিযুক্ত। চাঁচোলের বাসিন্দা মাবুদ আলীকে মোথাবাড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে শুক্রবার। ধৃতের বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে। শনিবার রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে ধৃতকে।

নিজের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে। বন্ধ দোকানের সামনে বিধায়কের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তৈরি হয় রহস্য৷ বিধায়ককে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয় পরিবার ও বিজেপির পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা যায়, বিধায়কের জামার পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। নিলয় সিংহ ও মাবুদ আলীর নাম সেই সুইসাইড নোটে উল্লেখ ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। এর পরেই নিলয় সিংহ ও মাবুদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এদিকে ঘটনার তদন্তের ভার দেওয়া হয় সিআইডিকে। নিলয় সিংকে পুলিশ আগেই গ্রেফতার করলেও এতদিন পলাতক ছিল মাবুদ আলী। শুক্রবার পুলিশের জালে ধরা পড়ে মাবুদও।

Related News

Back to top button