রায়গঞ্জ

তৃণমূল কাউন্সিলারের সরকারি নিরাপত্তারক্ষী তুলে নিল প্রশাসন, কারণ নিয়ে ধোঁয়াশা রায়গঞ্জে

সরকারি নিরাপত্তা তুলে নেওয়া হল রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর অর্ণব মন্ডলের। কী কারণে আচমকা নিরাপত্তা তুলে নেওয়া হল তা জানা নেই বলে দাবি কাউন্সিলরের।

 

 

Bengal Live রায়গঞ্জঃ প্রাণ সংশয়ের আশঙ্কা থাকায় দেওয়া হয়েছিল সরকারি নিরাপত্তা। কিন্তু অজ্ঞাত কারণে আচমকাই তুলে নেওয়া হল রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর তথা তৃণমূল যুব নেতা অর্ণব মন্ডল ওরফে বান্টির নিরাপত্তারক্ষী। তৃণমুল নেতার সরকারি নিরাপত্তা তুলে নেওয়ার ঘটনা নিয়ে জোর জল্পনা চলছে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে। রায়গঞ্জে গুঞ্জন ছড়িয়েছে, বিজেপি নেতাদের সাথে গোপনে যোগাযোগের অভিযোগ পেয়েই তৃণমুল কংগ্রেস কাউন্সিলর অর্ণব মন্ডলের সরকারি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে জেলা পুলিশ প্রশাসনের তরফে। যদিও কেন অর্ণব মণ্ডলের নিরাপত্তা তুলে নেওয়া হল, এই প্রশ্নে মুখ খুলতে নারাজ রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার।

অর্ণব মন্ডলের সরকারি নিরাপত্তা তুলে নেওয়ার ঘটনায় উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, অর্ণব মন্ডলের নিরাপত্তা ছিল কিনা তা আমি জানতাম না। তাঁর বেসুরো হওয়ার কোনও ব্যাপার নেই। অর্ণব মন্ডল দলেরই কাউন্সিলর ও যুব তৃণমূল নেতা বলে জানিয়েছেন কানাইয়ালাল আগরওয়াল।

সরকারি নিরাপত্তা তুলে নেওয়ার বিষয়ে কাউন্সিলর অর্ণব মন্ডল বলেন, আমার প্রাণ সংশয় ছিল বলে পুলিশ প্রশাসন থেকেই আমাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। আবার আচমকাই তুলে নেওয়া হল। কী কারণে নিরাপত্তা তুলে নেওয়া হল তা পুলিশ প্রশাসনই বলতে পারবেন৷ তবে আমি তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ সৈনিক। দলের হয়েই কাজ করে যাব। আমার বিরুদ্ধে বেসুরো হওয়ার অভিযোগ ভিত্তিহীন।

এদিকে স্বামীর প্রাণ সংশয় থাকার কারণে সরকারি নিরাপত্তা দেওয়া হয়েছিল, এখন আবার তা তুলে নেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন অর্ণব মন্ডলের স্ত্রী তথা রায়গঞ্জ পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পায়েল সাহা মন্ডল।

Related News

Back to top button