রাজ্য

ভাল আছেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য, আর্টারিতে বসানো হল স্টেন্ট

ভাল আছেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য, আর্টারিতে বসানো হল স্টেন্ট

Bengal Live ওয়েব ডেস্কঃ ভাল আছেন শিলিগুড়ির মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। উন্নত চিকিৎসার জন্য তাঁকে শিলিগুড়ি থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে তাঁর হার্টের উন্নত চিকিৎসার পর বর্তমানে তিনি সুস্থ হওয়ার পথে বলে জানিয়েছেন সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার। আজ বিকেলে অশোকবাবুকে আইসিইউ থেকে সাধারণ বেডে দেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

উত্তরবঙ্গে সিপিএমের মুখ তথা জনপ্রিয় নেতা অশোক ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে গত কয়েক দিন ধরেই উদ্বেগের মধ্যে ছিলেন তাঁর পার্টি সহকর্মী থেকে শুরু করে সমস্ত স্তরের শুভানুধ্যায়ীরা। হৃদরোগে আক্রান্ত হওয়ায় গত শনিবার রাতে প্রথমে শিলিগুড়িতেই একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে উঠলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতা নিয়ে যাওয়া হয়। আজ কলকাতার ওই নার্সিংহোমে অশোকবাবুর হৃদযন্ত্রে শল্য চিকিৎসা করা হয়।

আরও পড়ুনঃ

চোখের জটিল রোগে আক্রান্ত বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল, সাহায্যের আর্জি

সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার জানিয়েছেন, অশোকবাবুর হার্টের সুচিকিৎসা করা হয়েছে। তাঁর আর্টারিতে যে ব্লক পাওয়া গিয়েছিল সেখানে দুটো স্টেন্ট বসানো হয়েছে। এই চিকিৎসার পরই তিনি বেশ সুস্থ হয়ে উঠছেন। তাঁর অবস্থা এখন যথেষ্ট স্থিতিশীল। সবার সাথে কথাও বলছেন। আজ বিকেলেই তাঁকে জেনারেল বেডে দিয়ে দেওয়া হবে এবং একদিন পর থেকেই তিনি আবার স্বাভাবিক কাজকর্ম কর‍্যে পারবেন।

Related News

Back to top button