সূর্যোদয় হোমে মূক-বধির ভাইদের কপালে ফোঁটা দিল দিদি-বোনরা
কথা না বলতে পারা মানুষগুলোর মুখ থেকেও আজ উচ্চারিত হলো “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাটা”।
Bengal Live রায়গঞ্জঃ ওরা কথা বলতে পারে না। কানেও শুনতে পারে না। মূল স্রোত থেকে অনেকটাই যেন দূরে দূরে তারা। তারা আর বাকি পাঁচজনের মতো আনন্দ উপভোগ করতে পারেনা বোঝাতে পারেনা মনের ভাব। তবুও আজ তো ভাইফোঁটা। ভাই বোনদের উৎসবের দিন।
করোনা আবহে সব নিয়ম মেনে রায়গঞ্জের মূক ও বধির আবাসিক বিদ্যালয় সূর্যোদয় হোমে, হোমের বোন, দিদিরা আয়োজন করলো ভাইফোঁটার। কথা না বলতে পারা মানুষগুলোর মুখ থেকেও আজ উচ্চারিত হলো “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাটা”। প্রতিবছর এই হোমে ধুমধাম করে পালিত হয় এই উৎসব কিন্তু বর্তমানে করোনা আবহে সমস্ত কিছুই থমকে গেছে। কিন্তু এই থমকে জাওগা জীবনেও ভায়ের মঙ্গল কামনার জন্য বোন ও দিদিরা পৌছে গিয়েছিল ভাইদের হোষ্টেলে। কথা না বলতে পেরেও কানে না শুনতে পেরেও আজ সকলের চোখে ফুঁটে উঠেছিল এক আনন্দের উচ্ছ্বাস।