রায়গঞ্জ

CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা, নম্বর বৃদ্ধির দাবিতে জাতীয় সড়ক অবরোধ রায়গঞ্জে 

ফল প্রকাশের পর নম্বর বৃদ্ধির দাবিতে সরব রায়গঞ্জের দ্বাদশ শ্রেণীর সিবিএসসি বোর্ডের পরীক্ষার্থীরাও। ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের ।

 

 

Bengal Live  রায়গঞ্জঃ ফের ছাত্রবিক্ষোভে উত্তাল রায়গঞ্জ। নম্বর বৃদ্ধির দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো দ্বাদশ শ্রেণীর CBSE বোর্ডের পড়ুয়ারা। গত শুক্রবার সারা দেশজুড়ে প্রকাশিত হয়েছে CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলাফল। করোনা পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মতই CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও বাতিল হয়ে গিয়েছিল। পূর্ববর্তী মূল্যায়নের ভিত্তিতেই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা জানিয়েছিল বোর্ড।

সেইমতো শুক্রবার রেজাল্ট বেরোনোর পরেই সন্তোষজনক নম্বর না পাওয়ার অভিযোগে ক্ষোভ ছড়িয়ে পড়ে বেথানি মিশন স্কুলের পড়ুয়াদের মধ্যে। এদিন তারা স্কুলে গিয়ে অভিযোগ জানালে স্কুলের তরফে কোনও সদুত্তর না মেলায় ৩৪ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরীক্ষার্থীরা।

পরীক্ষার্থীদের অভিযোগ, তাদের দ্বাদশ শ্রেণীর ফলাফল আশানুরূপ হয়নি, পূর্ববর্তী ফলাফলের নিরিখে তারা নিজেদের আরও বেশি নম্বর পাওয়ার যোগ্য বলে দাবি করেছেন। তারা আরও জানিয়েছেন, তাদের যে নম্বর দেওয়া হয়েছে তাতে তারা কলেজে ভর্তির সুযোগ পেতে অসুবিধার সম্মুখীন হবেন। স্কুলকে বিষয়টি জানানো হলে স্কুলের তরফে কোনো সন্তোষজনক উত্তর মেলেনি তাই তারা পথ অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন।

সাত সকালে চিতা বাঘের হানা, আহত ১ মহিলা

একই সুর শোনা গেছে অভিভাবকদের গলাতেও। সন্তানদের নম্বর বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছেন তাঁরাও। এক অভিভাবক বলেন, স্কুলের তরফে নম্বর পাঠানোয় গাফিলতি রয়েছে। স্কুলে এ বিষয়ে যোগাযোগ করলে কোনো সুরাহা হয়নি। সন্তানদের ভবিষ্যত সুরক্ষিত করতেই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য তারা পথ অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

স্কুল কর্তৃপক্ষের দাবি পরীক্ষা হলে কিছু ছাত্র-ছাত্রী অবশ্যই আরও ভালো ফল করত। কিন্তু এক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সঠিক নম্বরই বোর্ডের কাছে পাঠানো হয়েছে। বোর্ড নিজস্ব মূল্যায়ন পদ্ধতিতে বিচার করে দ্বাদশ শ্রেণীর মূল্যায়ন পত্র তৈরি করেছে। এ বিষয়ে স্কুলের কিছু করার নেই।

Related News

Back to top button