রায়গঞ্জ

রায়গঞ্জ মেডিক্যালে করোনা সন্দেহে ভর্তি নেই কোনও রোগী, জানালেন CMOH

করোনা সন্দেহে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি নেই কেউ। সাফ জানিয়ে দিলেন উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান।

Bengal Live রায়গঞ্জঃ করোনা সন্দেহে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি নেই কেউ। সাফ জানিয়ে দিলেন উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান।

সোমবার সকাল থেকেই শহর জুড়ে গুজব ছড়িয়ে পড়ে, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে এক মহিলা করোনা সন্দেহে ভর্তি রয়েছেন বলে। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় এই গুজব। ফলে স্বাভাবিক ভাবেই সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

দিনের শেষে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা সন্দেহে কোনও রোগী চিকিৎসাধীন নেই৷ হাসপাতালে চিকিৎসাধীন যে মহিলা রোগীকে নিয়ে এই গুজব ছড়িয়েছে, তিনি সাধারণ সর্দি-জ্বরে অসুস্থ আছেন। তাঁর নোভেল করোনায় আক্রান্ত হওয়ার কোনও সম্ভাবনা দেখা যায়নি।

করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হওয়া তো দূরস্থান, এখনও পর্যন্ত এই জেলায় কোয়ার‍্যান্টাইনে নিয়ে যাওয়ার মতো একজনকেও পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তবে স্বাস্থ্য দপ্তর সম্পূর্ণ সজাগ ও সতর্ক রয়েছে বলে জানান তিনি। আন্তঃরাজ্য সীমান্ত এলাকাগুলিতে স্ক্রিনিং চলছে। স্টেশনেও নজরদারি চালানো হবে।

Related News

Back to top button