রায়গঞ্জ

সাফাই কর্মীদের কর্মবিরতি, অবস্থান বিক্ষোভ রায়গঞ্জ মেডিক্যালে

বৃহত্তর আন্দোলনের ডাক সাফাইকর্মীদের৷ চলছে কর্মবিরতি। ভাতা বৃদ্ধির দাবি মানা না হলে উত্তরবঙ্গ জুড়ে আন্দোলনের ডাক সংগঠনের।

Bengal Live রায়গঞ্জঃ ভাতা বৃদ্ধির দাবিতে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক কার্যালয়ের বিভিন্ন দপ্তরে কাজ বন্ধ করে আন্দোলনে নেমেছিলেন সাফাইকর্মীরা। কর্মবিরতির পর সাফাইকর্মীদের কাজ থেকে বের করে দেওয়া এবং তাঁদের বস্তি উচ্ছেদ করে দেওয়ার হুমকি দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার এমন অভিযোগ তুলে বৃহত্তর আন্দোলনে নামল উত্তর দিনাজপুর জেলার সাফাইকর্মী সংগঠন রায়গঞ্জ সাফাইকর্মী হরিজন সমিতি। হরিজন সমিতির আন্দোলনের পাশে দাঁড়ালো নর্থবেঙ্গল বাঁশফোড় অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাতা বৃদ্ধি ও কাজে নিয়োগের দাবিতে ধর্ণা অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করল শতাধিক সাফাইকর্মী। অবিলম্বে তাঁদের ভাতা বৃদ্ধি করে কাজে নিয়োগ না করলে উত্তরবঙ্গ জুড়ে কর্মবিরতির হুমকি দিয়েছে সাফাইকর্মী সংগঠনগুলি।

উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ কর্ণজোড়ায় সরকারি সমস্ত অফিস মিলিয়ে ১০০ জন সাফাইকর্মী রয়েছেন। অভিযোগ, ৩০০০ টাকা ভাতা হিসেবে সাফাইকর্মীদের দেওয়া হয়৷ রায়গঞ্জ সাফাইকর্মী হরিজন সমিতির সদস্য শঙ্কর জমাদার বলেন, মাত্র তিন হাজার টাকা দিয়ে তাঁদের পক্ষে কাজ করা সম্ভব নয়। বহুবার প্রশাসনের কাছে ভাতা বৃদ্ধির জন্য আবেদন জানালেও প্রশাসন কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে কাজ বন্ধ রেখে ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন তাঁরা। তাঁদের এই লাগাতার আন্দোলনের জেরে জেলা প্রশাসন এইসব সাফাইকর্মীদের কাজ থেকে অবসর গ্রহনের নির্দেশ দিয়ে কাগজ ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এর পাশাপাশি যেসব সরকারি জায়গায় বাড়িঘর করে এই সাফাইকর্মীরা বসবাস করছেন সেগুলিও উচ্ছেদ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বলে অভিযোগ শঙ্কর জমাদারের।

নর্থবেঙ্গল বাঁশফোড় অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌতম বাঁশফোড় বলেন, রায়গঞ্জ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন তাঁরা। অবিলম্বে ভাতা বৃদ্ধি করে কাজে নিয়োগ না করলে সারা উত্তরবঙ্গ জুড়ে কর্মবিরতি আন্দোলন করবেন বলে হুমকি দিয়েছে তিনি।

Related News

Back to top button