রায়গঞ্জ

কৃষকদের কাছে টানতে রায়গঞ্জের মাঠে নেমে ধান কাটা শুরু করল বিজেপি

লক্ষ্য আগামী বিধানসভা নির্বাচন। প্রস্তুতির জন্য জমির ধান কেটে কর্মীদের নির্বাচনী কাজে যুক্ত করার কর্মসূচি নিল বিজেপি।

২২ ধরণের নিষিদ্ধ আতসবাজি সহ গ্রেপ্তার এক

Bengal Live রায়গঞ্জঃ কৃষকদের সাথে থাকার বার্তা দিয়ে ধান কাটা শুরু করলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। একই সাথে শুরু হল নির্বাচনী প্রচারের প্রস্তুতিও৷ উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “কোনও কাজ ছোট নয়, কৃষক হল আমাদের অন্নদাতা। শ্রমিকের অভাবে ধান মাঠেই পড়ে রয়েছে। তাই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এলাকার বিজেপি কর্মী ও কার্যকর্তাদের সাথে নিয়ে এদিন বিশ্বজিৎ লাহিড়ী নিজেই কাস্তে নিয়ে তাহেরপুর গ্রামে এক মহিলা কৃষকের ১০ বিঘা জমির ধান কাটা শুরু করেন।

বাসের ধাক্কায় মৃত সিভিক ভলান্টিয়ার

বিশ্বজিৎ লাহিড়ী বলেন, গ্রামগঞ্জের যুবক থেকে কর্মঠ মানুষ রুজিরুটির টানে ভিনরাজ্যে কাজের খোঁজে গিয়েছেন। ফলে শ্রমিকের অভাব দেখা দিয়েছে। কৃষকদের সাহায্যার্থে বিজেপির কার্যকর্তাদের জেলায় কৃষকের ধান কাটার উদ্যোগ নিতে বলেছি। এর পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য বিজেপি কার্যকর্তা থেকে কর্মী সমর্থকদের প্রয়োজন। প্রয়োজন সাধারন মানুষের। তাই জমির ফসল তোলার কাজ করে দিয়ে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Related News

Back to top button