রায়গঞ্জ

ছাত্রীকে ইভটিজারদের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত শিক্ষক, চাঞ্চল্য রায়গঞ্জে

ইভিটিজিং-এর প্রতিবাদ করায় আক্রান্ত এক ব্যক্তি। ঘটনা রায়গঞ্জের বোগ্রামে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Bengal Live রায়গঞ্জঃ ইভটিজিং -এর প্রতিবাদ করায় শিক্ষককে বেধরক মারধর করার অভিযোগ রায়গঞ্জে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ কর্ণজোড়ার বোগ্রাম এলাকায়। আক্রান্ত শিক্ষক কর্ণজোড়া ফাঁড়িতে দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

জানা গেছে, কর্ণজোড়ার মেহেন্দিগ্রামে অবস্থিত একটি বেসরকারি বি-এড কলেজে সরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেখান থেকেই পরিবারকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন আক্রান্ত শিক্ষক সোমনাথ দাস। তিনি ওই কলেজেরই কর্মশিক্ষার শিক্ষক হিসেবে কর্মরত। পথে বোগ্রাম মোড় এলাকায় ওই কলেজের এক ছাত্রীকে ইভটিজিং-এর শিকার হতে দেখে প্রতিবাদ জানালে বেশ কয়েকজন মিলে বেধরক মারধর করে সোমনাথ দাসকে।

কর্ণজোড়া ফাঁড়িতে অভিযোগ জানানোর পর সোমনাথ দাস জানান, কলেজের এক ছাত্রীকে ঘিরে বেশ কয়েকজন যুবক মিলে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। তা দেখেই আমি ঘটনার প্রতিবাদ করতে এগিয়ে যাই। এরপরেই আমার উপর চড়াও হয়ে বেধরক মারধর করা হয়। কোনওরকমে ওই ছাত্রীকে নিয়ে এলাকা থেকে বেরিয়ে আসি। নাকে, পিঠে, হাতে আঘাত পাই। রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসার পর এদিন কর্ণজোড়া ফাঁড়িতে ঘটনার পূর্ণ বিবরণ দিয়ে অভিযোগ জানিয়েছি। পুলিশ দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেবে আশা রাখছি।

অভিযোগ পাওয়ার পরেই কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ দোষীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Related News

Back to top button