রায়গঞ্জ

চলন্ত সরকারি বাসে আগুন, চাঞ্চল্য কালিয়াগঞ্জে

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো কালিয়াগঞ্জে৷ ঘটনায় কেউ আহত না হলেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা৷

 

Bengal Live কালিয়াগঞ্জঃ চলন্ত বাসে আগুন৷ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে আচমকা আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য কালিয়াগঞ্জে। জানা গেছে, রায়গঞ্জ থেকে বালুরঘাটগামী ওই বাসটি কালিয়াগঞ্জে পৌঁছতেই আচমকা আগুন লেগে যায়৷ এরপরেই বাস দাঁড় করিয়ে যাত্রীদের বাস থেকে নামানো হয়। স্থানীয় বাসিন্দারা খবর দেন দমকল বাহিনীকে। ঘটনায় কেউ আহত হন নি বলে জানা গেছে।

বাসের চালক সুব্রত ব্যানার্জি বলেন, রায়গঞ্জ থেকে রওনা দিয়ে বালুরঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলাম। কালিয়াগঞ্জ ঢোকার মুখে ধোঁয়ায় ঢেকে যায় বাসটি৷ বিবেকানন্দ মোড় পৌঁছে বাস থেকে সকল যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। দমকল বাহিনীকে খবর দেওয়া হয়৷ কারোর কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সুব্রত ব্যানার্জি।

উদয়নের পর জগদীশ ,ফের বিজেপিকে হুমকি তৃণমূলের

এদিকে চলন্ত বাসে আচমকা আগুন লেগে যাওয়ার কারণে চরম আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ বাস থেকে নামার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায় যাত্রীদের মধ্যে। যাত্রী আজিজুল হোসেন বলেন, গঙ্গারামপুর যাচ্ছিলাম, পথেই আচমকা আগুন লেগে যায় বাসে। তবে কারোর কোনও ক্ষতি হয় নি। দমকল বাহিনী এসে পরিস্থিতি সামাল দেন।

কী কারণে আচমকা ওই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷ তবে বাসের চালকের অনুমান, করোনার জেরে দীর্ঘদিন বাস বসে থাকার কারণে শর্টসার্কিট থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। বিকল্প বাসের ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।

নাশকতা এড়াতে স্বাধীনতা দিবসের আগে কড়া নজরদারি ভারত ভুটান সীমান্তে

Related News

Back to top button