রায়গঞ্জ

কেজরিওয়ালের ছবিতে মুখ ঢাকলো রায়গঞ্জ, জোড় প্রচার ‘আপ’-এর

বিজেপির ধাঁচেই এবার মিসড কলের মাধ্যমে সদস্যপদ গ্রহণ কর্মসূচি শুরু করল আম আদমি পার্টি। শহরজুড়ে ছড়িয়ে পড়ল পোস্টার।

 

Bengal Live রায়গঞ্জঃ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যখন ভীন রাজ্যে সংগঠন মজুবত করতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে পশ্চিমবঙ্গে জোরকদমে কাজ শুরু করে দিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিজেপির ধাঁচেই মিসড কলের মাধ্যমে শুরু হলো সদস্যপদ বাড়ানোর কর্মসূচি। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে সংগঠন মজবুত করতে একগুচ্ছ পরিকল্পনা নিল ‘আপ’-এর উত্তর দিনাজপুর জেলা কমিটি।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শহর ছেয়ে যায় আম আদমি পার্টির পোস্টারে। কেজরিওয়ালের ছবি দেওয়া পোস্টার দেখা যায় শহরের সকল ব্যস্ততম এলাকা গুলিতে। মূলত মিসড কলের মাধ্যমে সদস্যপদ বাড়ানোর উদ্দেশ্য নিয়েই এই পোস্টারিং করা হয়েছে বলে জানা গেছে। পোস্টারে লেখা রয়েছে, “নোংরা রাজনীতিকে করতে সাফ, বাংলায় আসছে এবার আপ”।

১৫ বছরের মধ্যেই পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাবে প্রায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস!

এই বিষয়ে আম আদমি পার্টির উত্তর দিনাজপুর জেলা ইনচার্জ সোমনাথ চক্রবর্তী বলেন, এতোদিন সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই কাজ করছিল দল। এবার পথ নেমে দলের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত, ২০২৩ পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে আমরা উত্তর দিনাজপুর জেলায় সংগঠন মজবুত করার কাজ শুরু করেছি৷ রাজ্য জুড়েই সংগঠন মজবুত করতে জোর দেওয়া হচ্ছে। পোস্টারে একটি হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে, আমাদের দলের সাথে কেউ যদি যুক্ত হতে চান তবে শুধু মাত্র ওই নম্বরে একটি মিসড কল দিতে হবে। এরপর দলীয় কর্মীরা আগ্রহীদের সাথে যোগাযোগ করবে৷

এদিকে আম আদমি পার্টির হঠাৎ উত্থানকে গুরুত্ব দিতে চাইছেন না শাসক বিরোধী কোনও দলই। এই রাজ্যে আপ-এর কোনও অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা৷

মালদায় জলের তোড়ে ভাঙল ৭০ মিটার বাঁধের অংশ

Back to top button