রায়গঞ্জ

উত্তর দিনাজপুরে সূচনা “বনমহোৎসব” সপ্তাহের

“প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতি-ই রক্ষক ” এই স্লোগানকে সামনে রেখে সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও শুরু হলো ” বনমহোৎসব ” সপ্তাহ পালন কর্মসূচি।

 

Bengal Live রায়গঞ্জঃ  “প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতি-ই রক্ষক ” এই স্লোগানকে সামনে রেখে সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও শুরু হলো ” বনমহোৎসব ” সপ্তাহ পালন কর্মসূচি। বুধবার সচেতনতামূলক সুদৃশ্য ট্যাবলো উদ্বোধনের মধ্য দিয়ে রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে এই বনমহোৎসবের শুভ সূচনা করলেন রায়গঞ্জ বন বিভাগের বিভাগীয় আধিকারিক।

উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত বন আধিকারিক সিতাংশু কুমার গুপ্ত, ফরেস্ট রেঞ্জার প্রদীপ কর চৌধুরী সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। এদিন থেকে শুরু হওয়া এই সপ্তাহব্যাপী বনমহোৎসবে প্রায় দুলক্ষ চারাগাছ বিতরণের কর্মসূচী গ্রহন করেছে উত্তর দিনাজপুর জেলা বন দপ্তর।

Related News

Back to top button