রায়গঞ্জ

ফাঁকা বাড়ী থেকে উদ্ধার প্রৌঢ়ের মৃতদেহ, চাঞ্চল্য রায়গঞ্জে

রহস্যমৃত্যু প্রৌঢ়ের। ফাঁকা বাড়ী থেকে উদ্ধার অবসর প্রাপ্ত শিক্ষকের মৃতদেহ। চাঞ্চল্য রায়গঞ্জে।

 

Bengal Live রায়গঞ্জঃ প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। শুক্রবার রায়গঞ্জ পুরসভার ২ নম্বর ওয়ার্ডে বাড়ী থেকে উদ্ধার হলো বৃদ্ধের মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম মনোজ সরকার৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। করোনা পরিস্থিতির মাঝে বয়স্ক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সুদর্শনপুর এলাকায়।

উস্কানিমূলক পোস্ট সোশ্যাল মিডিয়ায়, সাইবার ক্রাইমে অভিযোগ জানালো তৃণমূল

জানা গেছে, অশীতিপর বৃদ্ধ মনোজ সরকার একাই থাকতেন বাড়ীতে। হোম ডেলিভারির খাবারই খেতেন তিনি। এদিন দুপুরে হোম ডেলিভারি দিতে আসা যুবক দীর্ঘক্ষণ ডাকাডাকি করেন মনোজ বাবুকে। তবে তাঁর কোনও সাড়া মেলে নি। স্থানীয় বাসিন্দারা জানান, ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ার বিষয়টি হোম ডেলিভারি দিতে আসা যুবকই প্রথম প্রতিবেশীদের জানায়। এরপরেই ঘরের ভেতরে ওই প্রৌঢ়ের মৃতদেহ দেখতে পাওয়া যায়।

কর্পোরেশন চালাতে অশোক, শঙ্করের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন গৌতম দেব

স্থানীয় বাসিন্দা অভিমন্যু দে বলেন, মনোজ বাবু একাই থাকতেন। ঘর থেকেই এদিন মৃতদেহ উদ্ধার হয়। ওয়ার্ড কাউন্সিলরকে জানানো হয় বিষয়টি। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। কোভিড পরিস্থিতিতে এমন ঘটনা ঘটায় আমরা আতঙ্কিত হয়ে আছি।

Related News

Back to top button