রায়গঞ্জ

রায়গঞ্জ-বারসই সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে দুই বিধায়কের বৈঠক

রায়গঞ্জ-বারসই সড়ক যোগাযোগ ব্যবস্থা চালুর দাবি দীর্ঘদিনের৷ সমস্যার সমাধানে প্রয়োজন নাগর নদীর উপর সেতু নির্মাণ।

 

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ-বারসই সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করলেন বিধায়ক কৃষ্ণ কল্যানী। সোমবার বাংলা বিহার সীমান্ত এলাকা বাহিনে বিহারের বলরামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মেহেবুব আলমের সাথে বৈঠক করলেন কৃষ্ণ কল্যানী। বিধানসভা নির্বাচনের আগে রায়গঞ্জ বারসই সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। এই বিষয়ে বলরামপুরের বিধায়কের সাথে বৈঠকও করবেন বলে জানিয়েছিলেন কৃষ্ণ কল্যানী। সোমবার সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ গ্রহণ করলেন বিধায়ক।

বৈঠক শেষে কৃষ্ণ কল্যানী বলেন, রায়গঞ্জ বারসই সড়ক যোগাযোগ ব্যবস্থার দাবি দীর্ঘদিনের। এই রাস্তা তৈরি হলে দুই রাজ্যের বাসিন্দারাই উপকৃত হবেন। এর আগেও এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কোনও কারণে তা আর হয়নি। এবার ফের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলরামপুরের বিধায়কের সাথে। সেতু নির্মাণ হলেই সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলা বিহার দুই রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সাথে কথা বলে সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করার চেষ্টা করা হচ্ছে।

বিহার রাজ্যের বলরামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মেহেবুব আলম বলেন, নাগর নদীর উপর এই সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। ২০১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার একটা সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছিল, আমরা সবুজ সংকেতও দিয়েছিলাম। কিন্তু কেন সেই কাজ আর এগোয় নি তা আর জানা যায়নি। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন, আমাকে ডেকেছিলেন, কথা হয়েছে। আমরা চেষ্টা করছি কাজ দ্রুত শুরু করার।

Related News

Back to top button