রায়গঞ্জ

হেমতাবাদে মন্দিরে চুরি, খোয়া গেল দেবীর সোনার অলঙ্কার

থানার সামনের মন্দিরেই চুরি! ভাঙা রয়েছে সিসি ক্যামেরাও। তদন্তে নেমেছে হেমতাবাদ থানার পুলিশ।

Bengal Live হেমতাবাদঃ রাতের অন্ধকারে কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। থানা থেকে মাত্র ৫০ মিটার দূরত্বে থাকা মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনায় এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টার গন্ধ পাচ্ছে মন্দির কর্তৃপক্ষ। আনুমানিক দেড় লক্ষ টাকার অলঙ্কার খোয়া গিয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। ঘটনার তদন্তে নেমেছে হেমতাবাদ থানার পুলিশ৷

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর নামে ভুয়ো মেল আইডি, সাইবার থানায় অভিযোগ

জানা গেছে, হেমতাবাদ থানা থেকে মাত্র ৫০ মিটার দূরত্বে রয়েছে বিদ্রোহী ক্লাবের কালী মন্দির। মন্দিরে লাগানো রয়েছে সিসি ক্যামেরা। রাত ১০টার পর থেকে এলাকায় নজরদারি রাখার জন্য সিভিক ভলান্টিয়ারও কর্মরত থাকেন।

মন্দির কর্তৃপক্ষের এক কর্মকর্তা মনোজ মহন্ত বলেন, সিসি ক্যামেরায় দেখা গিয়েছে কে বা কারা মন্দিরে ঢুকেছিল। কিন্তু রাত ১টা ৩৭ মিনিট নাগাদ ক্যামেরা নষ্ট করে দেওয়ার কারণে পরবর্তী আর কোনও ফুটেজ নেই৷ দেবীর সোনার অলঙ্কার খোয়া গিয়েছে বলে জানিয়েছেন মনোজ মহন্ত। চুরি হওয়া সামগ্রীর বাজারদর প্রায় দেড় লক্ষ টাকা বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। চুরির খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থল ঘুরে দেখেন হেমতাবাদ থানার ওসি। কে বা কারা এই চুরির সাথে যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷

মালদা জেলা কংগ্রেসে রদবদল, কোতওয়ালিতেই দুই কংগ্রেসের রিমোট কন্ট্রোল

Related News

Back to top button