রায়গঞ্জ

তালা ভেঙে চুরির অভিযোগ রায়গঞ্জে

রায়গঞ্জে তালা ভেঙে নির্জন বাড়িতে চুরি। বাড়ির মালিক কলকাতায়। সেই সুযোগ নিয়েই চুরি।

Bengal Live রায়গঞ্জঃ বাড়ি ফাঁকা থাকার সুযোগে তালা ভেঙে চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জের দেবীনগর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর। গৃহকর্ত্রী বাড়িতে না থাকায় কী কী খোয়া গিয়েছে তা এখনও জানা যায়নি।

জানা গেছে, রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকার বাসিন্দা সুজিতা রায় চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছেন। আজ সকালে তাঁর বাড়িতে আত্মীয়ারা এসে দেখেন দরজা খোলা৷ ভেতরে সবকিছু লণ্ডভণ্ড হয়ে পরে রয়েছে। ফাঁকা বাড়ি পেয়ে দুষ্কৃতীরা তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি থেকে নগদ টাকা পয়সা সহ সোনার অলঙ্কার চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ।

খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর অভিজিৎ সাহা। মোট কত কী খোয়া গিয়েছে তা সুজিতা দেবী না আসা পর্যন্ত জানা যায়নি। তবে ঘরে থাকা মূল্যবান সবকিছুই চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা বলে অনুমান সুজিতা দেবীর আত্মীয়দের। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

Related News

Back to top button