রায়গঞ্জ

তিন মাদক কারবারি গ্রেপ্তার রায়গঞ্জে

ব্রাউন সুগার, নগদ টাকা, মোটর বাইক সহ একাধিক সরঞ্জাম সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রায়গঞ্জ থেকে।

Bengal Live রায়গঞ্জঃ তিন মাদক কারবারি গ্রেপ্তার রায়গঞ্জে। ধৃতদের থেকে উদ্ধার ৩০গ্রামেরও বেশি ব্রাউন সুগার, নগদ টাকা, মোটর বাইক। তিন কারবারিকে এদিন সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসবাদ করে এই ব্যবসার সাথে আরও কারা জড়িত তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জের গোয়ালপাড়া এলাকায় হানা দেয় রায়গঞ্জ থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকেই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, ধৃতদের নাম রাহুল শেখ,সাদ্দাম হুসেন ও অভিষেক সাহা। সাদ্দাম ও রাহুল ভাটোল ও ইটাহার এলাকার বাসিন্দা হলেও অভিষেক শিলিগুড়ির বাসিন্দা। সেখান থেকে মাদক ডেলিভারি দিতে রায়গঞ্জে এসেছিল সে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের থেকে ৩০.৪৩ গ্রাম ব্রাউন সুগার,নগদ ১৮৫০০ টাকা, মাদক পরিমাপ করার যন্ত্র,তিনটি মোবাইল ফোন, মাদক সেবনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও একটি নম্বর ছাড়া মোটর বাইক উদ্ধার হয়েছে। রায়গঞ্জ থানার পুলিশের দাবি, ধৃত তিন যুবকই মাদক কারবারের সাথে জড়িত। এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে তিন মাদক কারবারির বিরুদ্ধে।

Related News

Back to top button