ইটাহারে বিধায়কের দলীয় কর্মসূচিতে করোনা নিয়ে সচেতনতার বার্তা
বাংলার গর্ব মমতা কর্মসূচি পালনের ফাঁকে সাংবাদিকদের মাধ্যমে করোনা সম্পর্কে সচেতনতার বার্তা দিলেন ইটাহারের বিধায়ক অমল আচার্য।
Bengal Live ইটাহারঃ জলযোগে যোগাযোগ কর্মসূচিতে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার বার্তা দিলেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। তৃণমূলের “বাংলার গর্ব মমতা” কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার স্থানীয় সাংবাদিকদের নিয়ে “জলযোগে যোগাযোগ” কর্মসূচির আয়োজন করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। জলযোগের আগে প্রত্যেক সাংবাদিকের হাতে এদিন একটি করে তোয়ালে ও সাবান প্রদান করা হয়। শুধু তা-ই নয়, কারও সঙ্গে করমর্দন না করে স্রেফ নমস্কার জানিয়ে মৌখিক সম্ভাষণেই সাংবাদিকদের আপ্যায়ণ করেন বিধায়ক।
এ প্রসঙ্গে বিধায়ক বলেন, “বিশ্ব জুড়েই এখন করোনা ভাইরাসের আতঙ্ক। কিন্তু আতঙ্কিত না হয়ে এই রোগের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই এই কর্মসূচির মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে শুধু জলযোগ বা আলাপচারিতা নয়। আপনাদের পাশাপাশি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছেও বার্তা পৌঁছে দিতে চাই, প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, খাওয়ার আগে ভাল করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। প্রয়োজনে প্রতি ঘন্টায় হাতে সাবান দিন। আমাদের মুখ্যমন্ত্রীও রাজ্য জুড়ে এই সচেতনতার বার্তা দিচ্ছেন। তাঁর অনুপ্রেরণায় আমিও আজ সুযোগ পেয়ে সেই বার্তা ছড়িয়ে দিতে চাই।”
জেলা স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি দলের পক্ষ থেকেও গ্রামবাসীদের মধ্যে করোনা নিয়ে মুখে মুখে সচেতনতা চালানো হচ্ছে বলে জানান বিধায়ক। জলযোগে যোগাযোগের পাশাপাশি এদিন এলাকার প্রবীন ব্যক্তি ও পুরোনো তৃণমূল নেতা কর্মীদের নিয়ে স্বীকৃতি সম্মেলনও করেন বিধায়ক। এই কর্মসূচিতে বিশিষ্ট প্রবীণ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সামসুল হক, শৈলেন্দ্রনাথ চক্রবর্তী, যোগেন্দ্রনাথ দাস, সূর্য সরকার প্রমুখ।