রায়গঞ্জ

ঢাক বাজিয়ে ডেঙ্গু প্রতিরোধে অভিনব প্রচার কালিয়াগঞ্জ পুরসভার

Bengal Live কালিয়াগঞ্জঃ ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন করতে অভিনব প্রচার চালাল কালিয়াগঞ্জ পুরসভা। “জমা জল পরিষ্কার করুন” আহ্বানকে সামনে রেখে সকাল থেকে কালিয়াগঞ্জ শহর জুড়ে ঢাক পিটিয়ে চলল প্রচার। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের কী কী ব্যবস্থা নেওয়া উচিৎ সে ব্যাপারেও সচেতন করা হয় ওই প্রচার যাত্রায়। ডেঙ্গু প্রতিরোধে পুরসভার এমন অভিনব প্রচারের উদ্যোগ সাড়া ফেলেছে শহরের নাগরিকদের মধ্যে।

পরিষ্কার জমা জলে ডেঙ্গু মশা জন্ম গ্রহণ করে। তাই ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আনাচেকানাচে কোথাও জল জমতে দেবেন না। ঢাক বাজিয়ে শহরবাসীকে মূলতঃ এই সর্তকবার্তাই পৌঁছে দিচ্ছেন রবীন্দ্রনাথ বৈশ্য। রবীন্দ্রবাবু বলেন, মাইক বাজিয়ে প্রচারের যুগে ঢাক বাজিয়ে প্রচার মানুষের নজর কেড়েছে। আমার বিশ্বাস ডেঙ্গু প্রতিরোধে কালিয়াগঞ্জ পুরসভার এই উদ্যোগ কার্যকর হবে।

কালিয়াগঞ্জ পুর এলাকায় যেন কোনও ভাবে ডেঙ্গু থাবা বসাতে না পারে সেইজন্য সচেতনতা মূলক প্রচার শুরু করা হয়েছে। মাইকের প্রচারের পাশাপাশি ঢাক বাজিয়ে প্রচার শুরু করা হয়েছে। ডোর টু ডোর প্রচারও শুরু করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি কার্তিক পাল।

Related News

Back to top button