প্রচার শুরু করলেন কানাইয়ালাল আগরওয়াল, প্রধান প্রতিদ্বন্দ্বী কে?
প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রায় দিন ১৫ পরে প্রচার শুরু করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল৷ জেলার নয় আসনে তৃণমূল কংগ্রেসের জেতার বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী তিনি৷
Bengal Live দেবীনগর কালী মন্দিরে পূজা ও ভারত সেবাশ্রম সংঘের স্বামীজির আশীর্বাদ মাথায় নিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। প্রার্থী পদে নাম ঘোষণার দশদিন বাদে প্রচার শুরু করলেন তিনি। জানালেন উন্নয়নের নিরিখেই ভোট হবে তাই শুধু রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তাঁর জয় নিশ্চিত নয়, উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।
ওজন কমানো থেকে ত্বকের জেল্লা, জেনে নিন টমেটোর উপকারিতা
রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীও ছিলেন তিনি। বিজেপির কাছে পরাজয় স্বীকার করতে হয়েছিল তাঁকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তাঁকেই ভরসা করে প্রার্থী করেছেন।
গরমে কেন খাবেন বেলের শরবত? কি ই বা এর উপকারিতা?
কানাইয়ালাল আগরওয়াল বলেন, বাম-কংগ্রেস বা বিজেপি কারও এখানে তেমন সাংগঠনিক শক্তি নেই, তৃণমূল কংগ্রেসের গ্রাম থেকে শহর সর্বত্র সংগঠন থাকার পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের নিরিখে মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তাঁর জয় সহজেই হবে। কানাইয়ালাল আগরওয়ালের দাবি শুধু রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রই নয়, উত্তর দিনাজপুর জেলায় ৯ টি বিধানসভা আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই জয়ী হবেন। তাঁর কথায়, আগে কোনওদিন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস পায়নি কিন্তু এবার তাঁর জয় নিশ্চিত।