তৃণমূলের ছাত্র নেতাকে ব্যাপক মারধর কালিয়াগঞ্জে
বিজেপির অভিযোগ, ওই ছাত্র নেতা সকাল থেকেই শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছিলেন। বাইক বাহিনী নিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগও করেছে বিজেপি।
Bengal Live কালিয়াগঞ্জঃ তৃণমূলের ছাত্র নেতাকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল কালিয়াগঞ্জে। বিজেপির বহিরাগত দুষ্কৃতীরা ওই ছাত্রনেতাকে মারধর করেছে বলে অভিযোগ। গুরুতর জখম ওই ছাত্র নেতার নাম রাজা ঘোষ। কালিয়াগঞ্জ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
জখম ছাত্র নেতা রাজা ঘোষের দাবি, সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট চলছিল। বিজেপি একটিও ভোট না পেয়ে আমাকে মেরে ফেলার চক্রান্ত করেছে। সশস্ত্র দুষ্কৃতীরা আমার উপর হামলা চালিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সামনেই মেরেছে আমাকে।
এদিকে মারধর করার অভিযোগ অস্বীকার করে রাজা ঘোষের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা ভবানী চরণ সিংহের অভিযোগ, সকাল থেকেই ৪৩-৪৪ নম্বর বুথ এলাকায় জটলা তৈরি করছিল তৃণমূলের ছাত্র নেতা। ভোটারদের হুমকি দেওয়ার পাশাপাশি ছাপ্পা ভোটও দিচ্ছিল। তরোয়াল নিয়েও মারতে এসেছিল আমাদের কর্মীদের। এরই ফল স্বরূপ এলাকায় গন্ডগোল সৃষ্টি হয়েছে।