রায়গঞ্জ
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুত্তলিকা দাহ রায়গঞ্জে

ত্রিপুরায় আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জে পুড়ল বিপ্লব দেবের কুশপুতুল।
Bengal Live রায়গঞ্জঃ ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ ছাত্র ও যুব তৃণমূল কংগ্রেসের। এদিন বিকেলে স্কুল মোড়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখান দলীয় নেতা কর্মীরা।
আইএনটিটিইউসি জেলা সভাপতি তথা রায়গঞ্জ পুরসভার উপপুরপতি অরিন্দম সরকার বলেন, ত্রিপুরায় ২০২৩ সালে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল কংগ্রেস যেই ভাবে শক্তিবৃদ্ধি করছে ওই রাজ্যে তা দেখে ভয় পেয়ে গিয়েছে বিজেপি৷ যার কারণে ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিতে যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালায় বিজেপি। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন বিপ্লব দেবের কুশপুত্তলিকা দাহ করছি।