রায়গঞ্জ

রায়গঞ্জ পুর এলাকায় করোনায় আক্রান্ত ষষ্ঠ শ্রেণীর ছাত্রী

রায়গঞ্জ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১২ বছরের এক বালিকার করোনা রিপোর্ট পজিটিভ। আক্রান্ত চিকিৎসার জন্য কলকাতা যাওয়ার পর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

Bengal Live রায়গঞ্জঃ করোনায় আক্রান্ত ১২ বছরের এক বালিকা। রায়গঞ্জ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে। কলকাতায় চিকিৎসার জন্য যাওয়ার পর ওই বালিকার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্ত বালিকাকে রায়গঞ্জ কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সুস্থ রয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।

জানা গেছে, গত মঙ্গলবার ব্যক্তিগত গাড়িতে বাবা, মায়ের সাথে কলকাতায় চিকিৎসার জন্য যায় ওই বালিকা। বুধবার ওই বালিকার লালারসের স্যাম্পল কালেক্ট করে টেস্টের জন্য পাঠানো হয়৷ বৃহস্পতিবার পজিটিভ রিপোর্ট আসে আক্রান্তের। এরপরেই কলকাতা থেকে রায়গঞ্জ ফিরে আসে ওই পরিবার।

রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল( পিডাব্লিউডি) নয়ন দাস জানান, খবর পাওয়ার পরেই আক্রান্ত বালিকা ও তাঁর মাকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আক্রান্ত বালিকার বাবা ও গাড়ির চালককে রায়গঞ্জ স্টেডিয়ামের কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে। পরিবারের বাকি সদস্যের হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এদিন পুরসভার পক্ষ থেকে আক্রান্তের বাড়ি স্যানিটাইজ করা হয়৷ পুর কর্মীরা পিপিই কিট পড়ে স্যানিটাইজ করার কাজ করে৷ এলাকার দোকান বন্ধ রাখা হয়েছে।

এদিকে শনিবার আরও তিন করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করে ছেড়ে দেওয়া হয় রায়গঞ্জ কোভিড হাসপাতাল থেকে। সুরুন, রসাখোয়া এলাকার ওই তিন বাসিন্দা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন এদিন।

Related News

Back to top button