রায়গঞ্জ

টাকার বিনিময়ে রক্ত বিক্রির অভিযোগ, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ থেকে আটক দুই

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রক্ত বিক্রি করার অভিযোগে ধৃত দুই। ধৃতদের দাবি তারা কোনো দালাল চক্রের সঙ্গে জড়িত নন।

 

Bengal Live রায়গঞ্জঃ টাকার বিনিময়ে রক্ত বিক্রি করার চাঞ্চল্যকর অভিযোগ রায়গঞ্জ মেডিক্যাল কলেজে। রায়গঞ্জ থানার পুলিশের হাতে আটক দুই । ধৃতদের দাবি তারা এই বিষয়ে কিছুই জানে না। ,ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা মেডিক্যাল কলেজ চত্বরে। কৃর্তৃপক্ষের দাবি, বেশ কিছু দিন থেকেই এই অভিযোগ উঠছিল। রায়গঞ্জ থানায় অভিযোগ জানালে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। তারপরেই এদিন মেডিক্যাল কলেজ থেকে দুইজনকে হাতেনাতে পাকরাও করেছে পুলিশ।

কোচবিহার থেকে মালদা, উচ্চমাধ্যমিকের ফলাফল নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ উত্তরবঙ্গে

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সক্রিয় হয়ে উঠছিলো দালাল চক্র। রক্তের প্রয়োজনে কেউ ব্লাড ব্যাঙ্কে এলেই টাকার বিনিময়ে রক্ত জোগার করে দেওয়ার টোপ দেওয়া হতো রোগীর পরিজনেদের। এরপরেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রায়গঞ্জ থানার পুলিশ। এদিন
রক্ত বিক্রি করার অভিযোগে দুই যুবককে হাতানাতে পাকরাও করে রায়গঞ্জ থানার পুলিশ। জানা গেছে, ধৃতদের দুইজনের নাম প্রকাশ সরকার ও চঞ্চল মল্লিক। চঞ্চলের বাড়ি রায়গঞ্জের দেবীনগর এলাকায়।

HS Result: রায়গঞ্জে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

হাসপাতালে সহকারী সুপার অভিক মাইতি জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রক্ত বিক্রির অভিযোগ এর আগেও ছিলো। তারা বিষয়টি রায়গঞ্জ থানায় জানায়। এদিন তদন্তে নেমে দুজনকে হাতেনাতে পাকড়াও করেছে রায়গঞ্জ পুলিশ। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ও ব্লাড ব্যাঙ্কের তরফে এই দালালচক্র যাতে কোনও ভাবেই না চলে, এবং রুগীরা বিনামূল্যে প্রয়োজনে রক্ত পায় সেদিকে লক্ষ্য রাখা হবে বলেও তিনি জানিয়েছেন।

যদিও ধৃত দুজনের দাবি তারা রক্ত বিক্রির সঙ্গে যুক্ত নয়। অভিযুক্ত প্রকাশ সরকার বলেছেন, তিনি ব্লাড ব্যাঙ্কে এসেছিলেন এক পরিচিতকে রক্ত দেওয়ার জন্য। আবার অন্যদিকে চঞ্চল মল্লিকের দাবি, সে দাঁতের ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে এসেছিল কিন্তু ডাক্তার দেখানো হয়নি। তখন তার হাসপাতাল চত্বরেই দেখা হয় বন্ধু প্রকাশের সাথে। আর এরপরই পুলিশ গ্রেপ্তার করে তাদের। তবে হাসপাতালে উপস্থিত এক রোগীর আত্মীয় জানিয়েছেন, তাদের কাছে এসে ধৃত যুবকেরা রক্ত লাগবে কিনা খোঁজ করছিলো। এই চক্রের সাথে আরও কেউ যুক্ত আছে কিনা তা জানার জন্য আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ।

গাড়িতে লাল – নীল বাতির ব্যবহারে নয়া নির্দেশিকা দিলো রাজ্য,তালিকাভুক্ত ১৪ পদাধিকারী

Related News

Back to top button