দুই ব্যাগ ভর্তি বোমা উদ্ধার ইটাহারের পাইকপাড়া শ্মশানে
বিধানসভা নির্বাচনের আগে ফের বোমা উদ্ধার। নিস্ক্রিয় করতে বিকেলে আসবে বোম্ব স্কোয়াড।
Bengal Live ইটাহারঃ দুই ব্যাগ ভর্তি বোমা উদ্ধারে চাঞ্চল্য ইটাহারে। পাইকপাড়া শ্মশান লাগোয়া এলাকা থেকে বৃহস্পতিবার সকালে বোমা উদ্ধার হয়৷ স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকপাড়া শ্মশানের পেছনে ব্যাগ ভর্তি বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরেই খবর দেওয়া হয় ইটাহার থানায়।
পুলিশ সূত্রে খবর, দুই ব্যাগ ভর্তি বোমা পাওয়া গিয়েছে। তবে ব্যাগে কতগুলো বোমা মজুত আছে তা এখনও জানা যায়নি। বিকেল নাগাদ বোম্ব স্কোয়াড এসে উদ্ধার হওয়া বোমাগুলি নিস্ক্রিয় করবে বলে খবর। স্কোয়াড না আসা পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
এদিকে বোমা উদ্ধারের খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় বাসিন্দাদের মধ্যে। বোমা দেখতে শতাধিক মানুষ জমায়েত করে এলাকায়। যে কোনও রকম দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশ পিকেট। কে বা কারা কী উদ্দেশ্য নিয়ে বোমাগুলি ওই এলাকায় মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।