রায়গঞ্জ

কালিয়াগঞ্জে রাস্তার ধার থেকে উদ্ধার দুই মাসের শিশু কন্যা

রায়গঞ্জ-বালুরঘাট ১০-এ রাজ্য সড়কের ধার থেকে উদ্ধার মাস দুয়েকের শিশু। চাঞ্চল্য কালিয়াগঞ্জে।

Bengal Live রায়গঞ্জঃ রাজ্য সড়কের পাশের ঝোপ থেকে উদ্ধার দুই মাসের শিশু কন্যা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কালিয়াগঞ্জের বোচাডাঙা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হলদিবাড়ি গ্রামে। শিশুটিকে উদ্ধার করে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দারা। কে বা কারা ওই শিশুটিকে রাস্তার ধারে ফেলে রেখে গিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷

জানা গেছে, সোমবার রাতে কাজ সেরে ফেরার পথে ওই এলাকার বাসিন্দারা ১০ এ রাজ্য সড়কের ধারে একটি শিশুর কান্নায় আওয়াজ পান৷ এরপরেই অন্ধকার ওই ঝোপে খোঁজ চালিয়ে একটি শিশুকে পরে থাকতে দেখেন তাঁরা৷ এরপর স্থানীয় বাসিন্দারাই কালিয়াগঞ্জের কংগ্রেস নেতা প্রভাস সরকারকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রভাস সরকার। শিশুটিকে চিকিৎসার জন্য কালিয়াগঞ্জ হাসপাতলে নিয়ে আসেন তিনি।

৩২ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রভাস সরকার বলেন, স্থানীয় বাসিন্দারা আমাকে খবর দেয়। তারপরেই হলদিবাড়ি এলাকায় পৌঁছাই আমি। শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসক কন্যা সন্তানের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। আমরা চাইল্ড লাইনের সাথে যোগাযোগ করেছি৷ তবে কে বা কারা কী কারণে মাস দুয়েকের ওই শিশুকে রাস্তার ধারে ফেলে রেখে গিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related News

Back to top button