রায়গঞ্জ

রায়গঞ্জে জলের তোড়ে ভাঙলো নির্মীয়মান বাঁধের একাংশ

একটানা বৃষ্টির কারণে প্রবল জলের চাপে নির্মীয়মাণ বাঁধের একাংশ ভেঙে বিপত্তি রায়গঞ্জে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস।

Bengal Live রায়গঞ্জঃ একটানা বৃষ্টির কারণে প্রবল জলের চাপে নির্মীয়মাণ বাঁধের একাংশ ভেঙে বিপত্তি রায়গঞ্জে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কান্তনগর এলাকায়। কুলিক নদীর বাঁধের একাংশ ভেঙে যাওয়ার কারণে আতঙ্কের সৃষ্টি হয় এলাকার বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস।

স্থানীয় বাসিন্দারা জানান, এখানে আগে একটি স্লুইস গেট ছিল। সেটাই নতুন করে নির্মাণের কাজ চলছিল। কিন্তু লকডাউনের কারণে সেই কাজ বন্ধ হয়ে যায়। এদিন সকাল থেকে প্রবল বৃষ্টি হয়। জলের চাপে নির্মীয়মাণ বাঁধের একাংশের মাটি ধসে যায়। এই অবস্থায় বাঁধ মেরামতির কাজ শুরু না করলে আরও বৃষ্টি বাড়লে নদীর জল এলাকায় ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস বলেন, সকালে বাঁধের একাংশ ভেঙে যাওয়ার খবর পাই। পুরসভার সহকারি ইঞ্জিনিয়ারকে তৎক্ষণাৎ পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিই। লকডাউনের মধ্যেই মহকুমা শাসকের সাথে কথা বলে জরুরী ভিত্তিতে মেরামতির কাজ সম্পন্ন করা হবে।

Related News

Back to top button