রায়গঞ্জ

রায়গঞ্জ ব্লকের জলমগ্ন পাঁচ গ্রামে পাঁচটি নৌকা দিলেন দেবশ্রী চৌধুরী

বৃহস্পতিবার রায়গঞ্জ ব্লকের বেশ কয়েকটি জলমগ্ন গ্রাম পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। বাসিন্দাদের সুবিধার জন্য এদিন পাঁচটি নৌকা বিতরণ করলেন তিনি।

Bengal Live রায়গঞ্জঃ কুলিক ও নাগরের জলে জলমগ্ন রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েতের পাঁচটি গ্রামে বাসিন্দাদের সুবিধার জন্য পাঁচটি নৌকা প্রদান করলেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। শুক্রবার বিজেপির দলীয় কার্যালয় থেকে পাঁচ গ্রামের বাসিন্দাদের হাতে নৌকাগুলি তুলে দেন মন্ত্রী। গৌরী গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকার জলমগ্ন গ্রামগুলিতেও নৌকা বিতরণ করা হবে বলে বিজেপি সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ রায়গঞ্জ ব্লকের জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী

এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, বৃহস্পতিবার রায়গঞ্জ ব্লকের গৌরী ও বাহিন গ্রাম পঞ্চায়েতের জলমগ্ন গ্রামগুলি পরিদর্শন করেছি। সাধারণ মানুষের দুর্দশা চাক্ষুষ করেছি। যাতায়াতের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বাসিন্দাদের৷ তাই এদিন বাসিন্দাদের সুবিধার জন্য গৌরী গ্রাম পঞ্চায়েতের পাঁচটি গ্রামে পাঁচটি নৌকা বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ মাধ্যমিকে ষষ্ঠ সূনৃতের রায়গঞ্জের বাড়িতে মন্ত্রী

Related News

Back to top button