রায়গঞ্জ
একদিনে উত্তর দিনাজপুরে আক্রান্ত ২৭৯, রায়গঞ্জে ৪৭

দৈনিক আক্রান্তের পাশাপাশি বাড়ছে করোনা মুক্তের সংখ্যা উত্তর দিনাজপুরে। বাড়ছে মৃত্যুও।
Bengal Live রায়গঞ্জঃ উদ্বেগ বাড়াচ্ছে করোনা। একদিনে উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্ত ২৭৯ জন। আক্রান্তের পাশাপাশি বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর জেলায় সুস্থ হয়েছেন ২৯৮ জন। মৃত্যু হয়েছে আরও চারজনের। এদিকে একদিনে রায়গঞ্জ পুরসভা এলাকায় আক্রান্ত ৪৭ জন।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন সূত্রে জানা গেছে, উত্তর দিনাজপুরে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১১৪৮০ জন। সুস্থ হয়েছেন ৯৫১৩ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৬ জনের। এদিকে রায়গঞ্জ পুরসভা এলাকায় এদিন আরও ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।