রায়গঞ্জ

করোনা আক্রান্তের সংখ্যা ৫০০-র গন্ডি ছাড়াল উত্তর দিনাজপুরে

উত্তর দিনাজপুর জেলায় করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হচ্ছে। গত ২৪ ঘন্টায় আরও ২৯ জনের শরীরে মিলল করোনা সংক্রমণ।

Bengal Live রায়গঞ্জঃ গত ২৪ ঘন্টায় ২৯ জন বাসিন্দার শরীরে মিলল কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। উত্তর দিনাজপুরে ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে করোনা ভাইরাস। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫২৪। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন থেকে জানা গেছে, উত্তর দিনাজপুরে গত ২৪ ঘন্টায় করোনাকে পরাস্ত করে সুস্থ হয়েছেন ২ জন। শুক্রবার পর্যন্ত জেলায় করোনা জয়ীর সংখ্যা ৩৪১। কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮২ জন।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকে অভাবনীয় ফল উত্তর দিনাজপুরের। এক নজরে দেখুন কৃতিদের তালিকা

সংক্রমণ রোধে স্বরাষ্ট্র দপ্তরের জারি করা রায়গঞ্জ পুর এলাকার লকডাউন এদিন তৃতীয় দিনে। প্রাথমিক ভাবে পাঁচদিনের জন্য রায়গঞ্জ পুর এলাকায় লকডাউন জারি করেছে প্রশাসন। পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের ভবিষ্যৎ নির্ধারণ করার কথা রয়েছে। এদিকে লকডাউনের তৃতীয় দিনেও এক শ্রেণীর মানুষকে বেপরোয়া ভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। মাস্ক ছাড়া বাইক চালকদের দৌরাত্ম্য ছিল চোখে পড়ার মতন। প্রশাসন থেকে মানুষকে সচেতন করার জন্য ক্রমাগত চেষ্টা চালানো হলেও এক শ্রেণীর মানুষের মধ্যে কোনও প্রভাবই পড়ছে না। ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা ক্রমেই বেড়ে চলেছে শহরে। প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন রায়গঞ্জ পুর এলাকায় ৪ জনের দেহে করোনা সংক্রমণ মিলেছে।

আরও পড়ুনঃ রায়গঞ্জ ব্লকের জলমগ্ন পাঁচ গ্রামে পাঁচটি নৌকা দিলেন দেবশ্রী চৌধুরী

Related News

Back to top button