অমিত শাহের ভার্চুয়াল সভা দেখল উত্তর দিনাজপুর জেলা বিজেপি
অমিত শাহের ভার্চুয়াল সভা দেখল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। জেলায় সাড়ে চার লক্ষ মানুষকে এই সভা দেখানোর ব্যবস্থা করা হয়েছে বলে দাবি বিজেপি নেতার।
Bengal Live রায়গঞ্জঃ অমিত শাহের ভার্চুয়াল সভা নিয়ে সাজোসাজো রব উত্তর দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে৷ মঙ্গলবার সকালে জায়েন্ট স্ক্রিনে অমিত শাহের ভার্চুয়াল সভা দেখলো উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। জেলাজুড়ে প্রতিটি ব্লকের মানুষকে অমিত শাহের জনসভা অনলাইনে দেখানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।
জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, ভার্চুয়াল সভার মাধ্যমে দেশে নতুন ইতিহাস তৈরি করল বিজেপি। এমন সভা আয়োজনের ফলে খরচের পরিমাণ বহুলাংশে কমে এসেছে। সারা দেশের মানুষের পাশাপাশি অমিত শাহের সভা আমাদের জেলাতেও প্রায় সাড়ে চার লক্ষ মানুষ দেখতে পারবে। জেলার প্রতিটি ব্লকে টিভি, কম্পিউটার, মোবাইলের মাধ্যমে এই সভা দেখার ব্যবস্থা করা হয়েছে।