দুর্নীতির অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে, পোস্টার কাণ্ডে কানাইয়ার মন্তব্য
উত্তর দিনাজপুর জেলা পরিষদের দুই আধিকারিকের নাম ও ছবি দিয়ে পোস্টার৷ জেলা পরিষদ ভবনের সামনেই ঝুলতে দেখা গেল একটি ফ্লেক্স।
Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলা পরিষদের দুই আধিকারিকের নামে বিতর্কিত পোস্টার কান্ডে জেলা শাসককে তদন্ত করার জন্য আবেদন জানালেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তদন্ত করার পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানালেন কানাইয়ালাল আগরওয়াল। পোস্টার কান্ড নিয়ে তীব্র চাপানউতোর শুরু হয়েছে প্রশাসনিক মহলে।
বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের দুই আধিকারিক সেক্রেটারি ও জেলা বাস্তকারের নাম ও ছবি সহ একটি পোস্টার ঝুলতে দেখা যায় জেলা পরিষদের সীমানা প্রাচীরে৷ বিতর্কিত পোস্টারে ওই দুই আধিকারিকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে৷ শাসক দলের ঠিকাদারদের সাহায্য পাইয়ে দেওয়া, টাকা তোলা সহ একাধিক অভিযোগ তোলা হয়েছে ওই পোস্টারে৷ যদিও কে বা কারা ওই পোস্টার সকলের নজরের আড়ালে জেলা পরিষদের সীমানা প্রাচীরে লাগিয়েছে তা এখনও জানা যায় নি।
দুই আধিকারিকের নামে দুর্নীতির পোস্টারে তোলপাড় উত্তর দিনাজপুর জেলা পরিষদ
এদিকে বিতর্কিত পোস্টার নিয়ে জেলা পরিষদের দুই আধিকারিকই দাবি করেছেন, অভিযোগ ভিত্তিহীন৷ পুলিশে অভিযোগ জানানোর পাশাপাশি উপর মহলেও বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন জেলা বাস্তুকার ও সেক্রেটারি।
এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, জেলা শাসককে বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য জানাবো। পাশপাশি অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপ গ্রহণ করা হবে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তাও খতিয়ে দেখা হবে।