রায়গঞ্জ

বিজেপিতে যোগ দিতেই কার্তিক পালকে তৃণমূল থেকে বহিষ্কারের ঘোষণা জেলা সভাপতির

শনিবার বিকেলেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কালিয়াগঞ্জের প্রাক্তন পুরপতি কার্তিকচন্দ্র পাল।

Bengal Live রায়গঞ্জঃ বিজেপিতে যোগ দিতেই তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হল কালিয়াগঞ্জের প্রাক্তন পুরপতি তথা প্রশাসক বোর্ডের চেয়ারম্যান কার্তিকচন্দ্র পালকে। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে বহিষ্কারের কথা জানান জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি বলেন, আজই কার্তিক পালকে দল থেকে সাসপেন্ড করা হল। তিনি সরকারি পদে ছাড়া দলীয় কোনও পদে ছিলেন না।

বিজেপির মঞ্চে নাম ঘোষণা সত্ত্বেও প্রফুল্ল বর্মণ রয়ে গেলেন তৃণমূলেই

বরাবরই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই জেলার রাজনৈতিক মহলে পরিচিত কার্তিকচন্দ্র পাল। তাই শুভেন্দু অধিকারী দলবদল করতেই শনিবার মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহের জনসভায় গেরুয়া ঝান্ডা হাতে নিলেন কার্তিক পাল।

সেই খবর প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে কার্তিক পালকে দল থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। কার্তিক পাল চলে যাওয়াতে এই জেলায় দলের মধ্যে কোনও ক্ষতি হবে না বলেই দাবি করেন তিনি৷

বিজেপির মঞ্চে নাম ঘোষণা সত্ত্বেও প্রফুল্ল বর্মণ রয়ে গেলেন তৃণমূলেই

Related News

Back to top button