রায়গঞ্জ

দুই আধিকারিকের নামে দুর্নীতির পোস্টারে তোলপাড় উত্তর দিনাজপুর জেলা পরিষদ

টাকা তোলা সহ একাধিক অভিযোগ উত্তর দিনাজপুর জেলা পরিষদের দুই উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে। পোস্টার ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুরে। অভিযোগ অস্বীকার করেছেন দুইজনই।

 

Bengal Live রায়গঞ্জঃ ফের পোস্টার বিতর্ক রায়গঞ্জে। রাজনৈতিক নেতাদের নাম ও ছবি দেওয়া পোস্টারের পর এবার উত্তর দিনাজপুর জেলা পরিষদের দুই উচ্চ পদস্থ আধিকারিকের নাম ও ছবি দিয়ে পোস্টার পড়ল জেলা পরিষদ ভবন চত্বরে৷ পোস্টারটি কে বা কারা লাগিয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে দুই আধিকারিকের নামেই টাকা তোলা সহ নানান অভিযোগ করা হয়েছে ওই পোস্টারে। রাতের অন্ধকারে জেলা পরিষদ ভবনের দেওয়ালে কে বা কারা ওই পোস্টার লাগিয়ে গেল তা নিয়ে শুরু হয়েছে জোড় জল্পনা৷ অভিযুক্ত দুই আধিকারিক পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। পাশাপাশি পোস্টারে তাঁদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন দুই আধিকারিকই।

বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুর জেলা পরিষদ ভবনের সীমানা দেওয়ালে একটি বড় ফ্লেক্স ঝুলতে দেখেন স্থানীয়রা৷ পোস্টারে জেলা পরিষদের দুই উচ্চপদস্থ আধিকারিক সেক্রেটারি ও জেলা বাস্তুকারের নাম ও ছবি দেখেন সকলে। জানা গেছে, পোস্টারে দুই জনের নামেই একাধিক অভিযোগ তোলা হয়েছে। অভিযোগগুলির মধ্যে অন্যতম টাকা তোলা, শাসক দলের হয়ে কাজ করা, শাসক দলের ঠিকাদারদের সুবিধা পাইয়ে দেওয়া সহ একাধিক অভিযোগ ওই পোস্টারে করা হয়েছে। যদিও কে বা কারা এই অভিযোগগুলি পোস্টার আকারে ছেপে জেলা পরিষদ ভবন চত্বরে লাগিয়েছে তা এখনও জানা যায়নি।

এই অভিযোগ প্রসঙ্গে জেলা বাস্তুকার অসীম ভট্টাচার্য বলেন, আমার এই বিষয়ে কিছু বলার নেই। আমি উপর মহলের সাথে কথা বলে যা ব্যবস্থা নেওয়ার নেব।

একই সুর উঠে এসেছে জেলা পরিষদের সেক্রেটারি সঞ্জয় হাওলাদারের বক্তব্যেও। তিনি বলেন, আমি এখনও পোস্টারটি দেখিনি। আমি দেখে থানায় অভিযোগ জানাবো। টাকা তোলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এইসব অভিযোগ পুরোটাই ভিত্তিহীন। সরকারি সমস্ত গাইডলাইন মেনেই আমরা কাজ করছি। কেউ ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে না পেরে এমনটা করে থাকতে পারে। সবটা দেখে থানায় অভিযোগ জানাবো।

Related News

Back to top button