রায়গঞ্জ

সংক্রমণ রোধে টোটো, অটো, রিক্সা স্যানিটাইজিং ক্যাম্পের আয়োজন পুরসভার

শহরে করোনা সংক্রমণ রোধে অভিনব উদ্যোগ কালিয়াগঞ্জ পুরসভার। টোটো, অটো, রিক্সা স্যানিটাইজ করার জন্য ক্যাম্পের আয়োজন।

Bengal Live কালিয়াগঞ্জঃ করোনা সংক্রমণ রোধে টোটো, রিক্সা, অটো সহ বিভিন্ন যানবাহন স্যানিটাইজ করার উদ্যোগ নিল কালিয়াগঞ্জ পুরসভা। শনিবার সকাল থেকে সাত দিনের জন্য এই কর্মসূচি শুরু করল কালিয়াগঞ্জ পুর কর্তৃপক্ষ। ক্যাম্প করে শহরের বিবেকানন্দ মোড়ে এদিন থেকে এই কর্মসূচির সূচনা করেন কালিয়াগঞ্জের বিদায়ী পুরপতি তথা বর্তমান পুর প্রশাসক কার্তিক পাল।

উত্তর দিনাজপুর জেলায় করোনা সংক্রমণ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের শুক্রবারের করোনা বুলেটিন থেকে জানা গেছে, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০-র গন্ডি ছাড়িয়েছে। ৫২৪ জন এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি সংক্রমণ ছড়িয়েছে কালিয়াগঞ্জেও। এমতাবস্থায় টোটো, অটো, রিক্সায় চলাচলকারী বাসিন্দাদের মধ্যে যেন কোনও ভাবে করোনা সংক্রমণ না ছড়ায়, টোটো, অটো, চালকরাও যেন এই ভাইরাসে আক্রান্ত না হন তার জন্য স্যানিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গেছে।

কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক কার্তিক পাল বলেন, সংক্রমণ যেন কোনও ভাবেই না ছডায় বাসিন্দা সহ টোটো, অটো চালকদের মধ্যে সেই কারণে সাতদিনের জন্য স্যানিটাইজ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এই ক্যাম্প চলবে। শহরের টোটো, অটো, রিক্সার পাশাপাশি অন্য শহর থেকে আগত যানবাহনও স্যানিটাইজ করা হচ্ছে বলে জানিয়েছেন কার্তিক পাল।

Related News

Back to top button