Advertisement
রায়গঞ্জ

শুরু হলো কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা

বহু জল্পনার অবসান হবে আজ। কয়েক ঘন্টার মধ্যেই জানা যাবে কালিয়াগঞ্জের পরবর্তী বিধায়ক কে হতে চলেছেন। বাম-কংগ্রেস জোটের ভবিষ্যৎও নির্ধারিত হতে পারে এদিনের ফলাফলের উপরে৷

Bengal Live রায়গঞ্জঃ শুরু হলো কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা। রায়গঞ্জের পলিটেকনিক কলেজে বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ শুরু হয়েছে ভোট গণনা। কয়েকঘন্টার মধ্যেই ঘোষিত হবে কালিয়াগঞ্জের নতুন বিধায়কের নাম।

তবে এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোড় জল্পনা। তৃণমূল কংগ্রেস কি পারবে কালিয়াগঞ্জে ঘাস ফুল ফোটাতে? নাকি লোকসভার ভোটের ফলাফল অনুযায়ী বিজেপিই এই আসনে শেষ কথা বলবে? প্রয়াত বিধায়ক প্রমথ নাথ রায়ের মেয়ে ধীতশ্রী রায় কি পারবেন কংগ্রেসের জয়ী আসন ধরে রাখতে? এখন এই সব প্রশ্নই ঘোরাঘুরি করছে কালিয়াগঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার মানুষের মুখে মুখে৷

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ১০ রাউন্ড গণনা চলবে। দু’টি হল ঘর মিলিয়ে মোট রয়েছে ২৮টি টেবিল। ৩০ জন মাইক্রো অবজারভার এই গণনা পরিচালনা করবেন। গণনা কেন্দ্রে এদিন ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ রাজ্য পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনী রয়েছে নিরাপত্তায়।

Tags
Back to top button
Close