রায়গঞ্জ

গৃ্হশিক্ষকতায় যুক্ত স্কুল শিক্ষকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে বিডিওকে ডেপুটেশন

১২ দফা দাবিতে ইটাহার সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিল গৃহশিক্ষকদের সংগঠন। তাঁদের উপর আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ।

Bengal Live ইটাহারঃ সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা গৃহশিক্ষকতার সাথে যুক্ত থাকলে তাঁদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানালো ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার এসোসিয়েশন। সোমবার এই বিষয়ে ইটাহার সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনের সদস্যরা। আন্দোলনকারী গৃহশিক্ষকদের অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞা থাকার পরেও জেলার বহু সরকারি স্কুলের শিক্ষক গৃহশিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন। এর বিরুদ্ধে সরব হওয়ার কারণে গৃহশিক্ষকদের উপর হামলা চালানো হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের প্রোজেক্ট ওয়ার্কের ভয় দেখিয়ে মানসিক অত্যাচার বন্ধ করা, শিক্ষার উন্নয়নের স্বার্থে স্কুলে রেমেডিয়াল ক্লাসের বন্দোবস্ত, সকল শিক্ষক-শিক্ষিকাদের ক্লাসে লেসন প্ল্যানের ব্যবহার নিশ্চিত করা সহ মোট ১২ দফা দাবিতে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে এদিন স্মারকলিপি জমা দেয় গৃহশিক্ষকদের সংগঠন।

সংগঠনের সভাপতি মঞ্জুর হোসেন অভিযোগ জানিয়ে বলেন, সরকারি বিভিন্ন স্কুলের প্রধানশিক্ষক ও জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে আমরা দাবিপত্র পেশ করেছি। যে শিক্ষকরা ইতিমধ্যেই মুচলেকা জমা দিয়েছেন তাঁদের মধ্যেই একাংশ অভিভাবক ও পড়ুয়াদের মিথ্যা কথা বলে আমাদের উপর হামলা করাচ্ছে। আমরা এই অনৈতিকতার বিরুদ্ধে লড়াই করছি।

Related News

Back to top button