রায়গঞ্জ

সাপ্তাহিক লকডাউন প্রথম দিনে কতটা কার্যকর হল রায়গঞ্জে ?

সংক্রমণ বেড়েই চলেছে। রাজ্যে গোষ্ঠী সংক্রমণ ছড়াচ্ছে এমন ধারণা করে এদিন থেকে রাজ্য জুড়ে সপ্তাহে দুইদিন করে কড়া লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর।

Bengal Live রায়গঞ্জঃ রাজ্য সরকার ঘোষিত সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন। ইতিমধ্যেই রায়গঞ্জ শহরে ব্যাপক হারে ছড়িয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। মানুষ রয়েছে চরম উদ্বেগে। এমতাবস্থায় রায়গঞ্জ শহরে কেমন হবে বা কতটা কার্যকর হবে লকডাউন ? প্রশ্ন ছিল সবার মনেই। বৃহস্পতিবার দেখা গেল পূর্ণ লকডাউনের ব্যাপক প্রভাব পড়েছে রায়গঞ্জে। কার্যত জনশূন্য রায়গঞ্জ। অত্যাবশকীয় পণ্য ওষুধ ছাড়া অন্য কোনও দোকান সকাল থেকে খুলতে দেখা যায়নি শহরে। কিছু সংখ্যক মানুষ রাস্তায় বেরোলেও মাস্ক পড়তে দেখা গিয়েছে প্রায় প্রত্যেককেই। বাজার বসেনি। সরকারি ও বেসরকারি বাস পরিষেবা বন্ধ রয়েছে।

গোষ্ঠী সংক্রমণ ছড়াচ্ছে রাজ্যে, এমন ধারণা করে এদিন থেকে রাজ্য জুড়ে সপ্তাহে দুইদিন করে কড়া লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সপ্তাহে বুধবার লকডাউন জারি থাকবে রাজ্য জুড়ে বলে জানা গেছে।

এদিকে মঙ্গলবারের তুলনায় বুধবার আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা কমায় কিছুটা স্বস্তিতে জেলা স্বাস্থ্য দপ্তর। বুধবার রাজ্যের করোনা বুলেটিন অনুযায়ী আরও ৩৬ জনের দেহে মিলেছে করোনা সংক্রমণ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৪২। মোট সুস্থ এখনও পর্যন্ত ৪৪৪ জন। জেলার কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ২৯৬ জন।

Related News

Back to top button