রায়গঞ্জ

রায়গঞ্জে লকডাউন অমান্য, কান ধরে উঠবস করালো পুলিশ

সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিনে ব্যাপক প্রভাব পরল রায়গঞ্জে। সকাল থেকে তৎপর পুলিশ। লকডাউন অমান্যকারীদের দেওয়া হল কান ধরে উঠবস করার শাস্তি

Bengal Live রায়গঞ্জঃ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলেই কান ধরে উঠবস করাচ্ছে পুলিশ। সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিনে এমনই চিত্র ধরা পরল রায়গঞ্জে। লকডাউন সফল করতে এদিন সকাল থেকেই পথে নামতে দেখা যায় রায়গঞ্জ জেলা পুলিশকে। তৎপরতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে দেখা যায় পুলিশকে। এদিকে বুধবার সকাল থেকে শহরের সমস্ত দোকানপাট ছিল বন্ধ। ওষুধের দোকান ছাড়া কোন দোকানে খুলতে দেখা যায়নি। রাস্তায় লোকের সংখ্যা প্রায় নেই বললেই চলে। রাস্তায় দেখা নেই টোটো, অটো সহ অন্যান্য যানবাহনের। সাপ্তাহিক লকডাউনের তৃতীয় দিনেও ব্যাপক প্রভাব পড়েছে রায়গঞ্জে তা বলাই যায়।

একদিকে যেমন করোনা জয়ীদের সংখ্যা বাড়ছে উত্তর দিনাজপুর জেলায়। তেমনই আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের মঙ্গলবারে করোনা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলায় ১১০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। উত্তর দিনাজপুর জেলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০৫১। জেলায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৬৫৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ৩৯০ জন। করোনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আতঙ্ক যতই বাড়লেও, করোনা জয়ীদের মুখে শোনা গেল অন্য কথা। মঙ্গলবার রায়গঞ্জ কোভিড হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রাক মুহূর্তে করোনা জয়ীদের বার্তা, করোনাকে ভয় নয়, করুন সহযে জয়। সুস্থভাবে বাড়ি ফেরার আগে করণা জয়িতা আনন্দ-উল্লাসে মেতে উঠতেও দেখা যায়।

Related News

Back to top button