রায়গঞ্জ

দৈনিক সংক্রমণে উত্তরবঙ্গে তিনে উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুরে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। সংক্রমিতের সংখ্যা বাড়ছে রায়গঞ্জ পুর এলাকাতেও।

 

Bengal Live ডেস্কঃ দৈনিক আক্রান্তের নিরিখে উত্তরবঙ্গে তিন নম্বরে উত্তর দিনাজপুর। প্রথমে রয়েছে মালদা। গত ২৪ ঘন্টায় মালদায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৯৭ জন। সংক্রমণে নিরিখে দ্বিতীয় স্থানে দার্জিলিঙ। গত ২৪ ঘন্টায় দার্জিলিঙ জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৫ জন। গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬৪ জন। আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে সুস্থ হয়েছেন ২৯৭ জন। জেলায় মৃত্যু হয়েছে আরও ৩ জনের।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন সূত্রে জানা গেছে, উত্তর দিনাজপুর জেলায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১২১৬৫ জন। করোনা মুক্ত হয়েছেন ১০০৯৪ জন। করোনায় মৃত্যু হয়েছে ১১২ জনের। এদিকে রায়গঞ্জ পুরসভা এলাকায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন। ৩,৯,১১,২০,২৭ নম্বর ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় কোনও করোনা রোগীর সন্ধান মেলেনি।

Related News

Back to top button