রায়গঞ্জ
উত্তর দিনাজপুরে দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি
ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। সংক্রমিতের সংখ্যা বাড়ছে রায়গঞ্জ পুর এলাকাতেও।
Bengal Live ডেস্কঃ দৈনিক আক্রান্তের নিরিখে আবারও রেকর্ড উত্তর দিনাজপুরে। গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে করোনা আক্রান্ত ৩২১ জন। আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৮৪ জন। জেলায় মৃত্যু হয়েছে আরও ৩ জনের। এদিকে রায়গঞ্জ পুরসভা এলাকায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬২ জন।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন সূত্রে জানা গেছে, উত্তর দিনাজপুর জেলায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১১৮০১ জন। করোনা মুক্ত হয়েছেন ৯৭৯৭ জন। করোনায় মৃত্যু হয়েছে ১০৯ জনের। এদিকে রায়গঞ্জ পুরসভার ২, ৩ নম্বর ওয়ার্ডে ৭ জন কোভিড আক্রান্তের হদিশ মিলেছে। ১৯ নম্বর ওয়ার্ডে ৫ জনের দেহে মিলেছে করোনা ভাইরাস। ১ ও ১৪ নম্বর ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় কোনও করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলেনি।