রায়গঞ্জ

প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্টের আসর রায়গঞ্জে

প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্টের আসর রায়গঞ্জে

Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ও ব্যাবস্থাপনায় জেলায় প্রথম মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু হল। রবিবার রায়গঞ্জ স্টেডিয়ামের মাঠে একদিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগীতার আসর বসে। জেলায় প্রথম মহিলা ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

নন্দঝাড় ছাত্র সমাজ, পাশে আছি, ভেলাই হাইস্কুল এবং টেনহরি নেতাজি স্পোর্টিং সহ মোট পাঁচটি মহিলা ফুটবল দল একদিবসীয় ফুটবল প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছে। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস বলেন, জেলায় প্রথম মহিলা ফুটবল প্রতিযোগিতার আসর বসাতে পেরে গর্বিত আমরা। আগামীতে মহিলা ফুটবলারদের নিয়ে একটি মহিলা ফুটবল লীগ চালু করা হবে। রবিবার রায়গঞ্জ স্টেডিয়ামে মহিলা ফুটবল প্রতিযোগীতাকে ঘিরে ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা দেখা যায়।

Related News

Back to top button