রায়গঞ্জ

রায়গঞ্জে রেশন, আধার ও ভোটার কার্ডের জেরক্স কপিতে দেদার বিকোচ্ছে পুরি-সবজি

আশ্চর্যজনক ভাবে রায়গঞ্জ বিডিও অফিস সংলগ্ন একটি খাবারের দোকানে পাওয়া গেল সাধারণ মানুষের জমা দেওয়া সেইসব প্রমাণপত্র বা পরিচয়পত্রের জেরক্স কপি।

 

Bengal Live রায়গঞ্জঃ সরকারি দপ্তরে জমা দেওয়া সাধারণের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডের জেরক্স কপি মিলছে রায়গঞ্জের হোটেলে। পুরি, সবজি সহ অন্যান্য খাবার দেওয়া হচ্ছে সেই সব কাগজে। এমনই চাঞ্চল্যকর ছবি উঠে এল রায়গঞ্জে। বুধবার রায়গঞ্জের উত্তর কলেজপাড়ার একটি হোটেলে দেখা যায় এই ছবি। দোকানদার অবশ্য জানিয়েছেন, ভাঙাচোরার কারবারির থেকে তিনি পুরাতন কাগজ চাইলে এই কাগজ দেওয়া হয়। এই বিষয়ে রায়গঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

সম্প্রতি বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প কর্মসূচি রূপায়িত হয়েছে। অসংখ্য সাধারণ মানুষ স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা নিতে লাইনে দাঁড়িয়ে দরখাস্ত জমা দেওয়ার সাথে সাথে প্রমাণপত্র হিসেবে নিজেদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, জন্মের প্রমাণপত্র সহ একাধিক গুরুত্বপূর্ণ নথির জেরক্স কপি জমা দিয়েছেন। যা পরবর্তীকালে সংশ্লিষ্ট ব্লক অফিসে জমা হওয়ার কথা।

কিন্তু আশ্চর্যজনক ভাবে রায়গঞ্জ বিডিও অফিস সংলগ্ন একটি খাবারের দোকানে পাওয়া গেল সাধারণ মানুষের জমা দেওয়া সেইসব প্রমাণপত্র বা পরিচয়পত্রের জেরক্স কপি। রায়গঞ্জ শহরের উত্তর কলেজপাড়ার সেই খাবারের দোকানের মালিক ওইসব আধার কার্ড, ভোটার কার্ড বা বার্থ সার্টিফিকেট কিংবা সরকারের কাছে করা দরখাস্তের জেরক্স কাগজ দিয়ে পুরি-সবজি সহ নানান খাবার বিক্রি করছেন। সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ তথ্য এভাবে প্রকাশ্যে ছড়িয়ে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খাবারের দোকানের মালিক বাসুদেব সাহা বলেন, আমি এগুলো কাগজ কিনেছি কাগজ ও ভাঙরি ফেরিওয়ালার কাছ থেকে। যদিও এব্যাপারে তাকে কেউ কোনও কিছু জিজ্ঞাসাবাদ করেনি। এই বিষয়ে রায়গঞ্জের বিডিও শুভজিৎ মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।

Related News

Back to top button