রায়গঞ্জ

করোনাকে সঙ্গে নিয়ে রায়গঞ্জ ঘুরছেন যমরাজ

করোনা ভাইরাসকে সাথে নিয়ে রায়গঞ্জের রাজপথে ঘুরে বেড়াচ্ছেন যমরাজ। রাস্তায় মানুষ দেখলেই মৃত্যু ভয় দেখাচ্ছেন তিনি। অভিনব উদ্যোগ বিজেপির।

Bengal Live রায়গঞ্জঃ করোনা ভাইরাসকে সাথে নিয়ে রায়গঞ্জের রাজপথে ঘুরে বেড়াচ্ছেন যমরাজ। লকডাউনের মাঝে সাধারণ মানুষকে করোনা ভাইরাস নিয়ে সচেতন করতে যমরাজকে পথে নামিয়ে অভিনব প্রচার শুরু করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি।

মারণ ভাইরাস করোনা রুখতে লকডাউনই একমাত্র হাতিয়ার। সেই কারণে দেশজুড়ে চলছে লকডাউন। নাগরিকদের সুবিধার জন্য জরুরি পরিষেবা চালু থাকলেও অত্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোনর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, প্রয়োজন ছাড়াই বহু মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। লকডাউন সফল করতে প্রশাসনের পাশাপাশি পুলিশও একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। কখনও শক্ত হাতে, কখনও সাধারণকে বুঝিয়ে বাড়িতে ফেরৎ পাঠানোর কাজ করে চলেছেন পুলিশ কর্মীরা। প্রশাসনের পক্ষ থেকেও নানা উপায়ে লকডাউন সফল করতে প্রচার চালানো হচ্ছে।

যমরাজ দীপ হাজরা বলেন, অলিগলিতে মানুষের জমায়েত সবসময় রয়েছে। লকডাউন চলাকালীন মৃত্যুকে ভয় না পেয়েই ঘুরছেন বহু মানুষ। তাই যমরাজ সেজে মানুষকে সচেতন করতে রাস্তায় নেমেছি।

উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, লকডাউন নিয়ে মানুষকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে জেলার অন্য শহরগুলিতেও একই উপায়ে সচেতনতা বৃদ্ধির কাজ করা হবে।

Related News

Back to top button