সুই নদীতে তলিয়ে গেল যুবক, চাঞ্চল্য ইটাহারে

বর্ষার ভরা নদী পার হতে গিয়ে তলিয়ে গেল বছর কুড়ির এক যুবক। চাঞ্চল্য ইটাহারে৷ যুবকের খোঁজে নামানো হয় স্পিড বোট৷
Bengal Live ইটাহারঃ ভরা নদী পার হতে গিয়ে গভীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ইটাহার থানার মারনাই অঞ্চলের কাশিমপুর এলাকায়। ঘটনার পরেই প্রশাসনের পক্ষ থেকে স্পিড বোট নামিয়ে তল্লাশি চালানো হয়৷ যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত ওই যুবককে খুঁজে পাওয়া যায়নি৷
এলাকার বাসিন্দা আনসারুল হক বলেন, মারনাই অঞ্চলের কাশিমপুর এলাকার যুবক বাহাদুর আলম এক আত্মীয়ের সাথে সুই নদী সাঁতার কেটে পার হচ্ছিল। তার আত্মীয় পাড়ে এসে উঠলেও বাহাদুর মাঝ নদীতে তলিয়ে যায়। তার এক হাতে মাছ ধরার জাল ছিল। কীভাবে সে নদীতে তলিয়ে গেল তা বোঝা যাচ্ছে না। এদিকে ঘটনার খবর জানাজানি হতেই নদীর দুই ধারে প্রচুর মানুষ জমায়েত করে। ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল৷ নদীতে স্পিড বোট নামিয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সদস্যরা তল্লাশি চালালেও ওই যুবকের কোনও খোঁজ সন্ধ্যা পর্যন্ত মেলেনি।