টেক-নিউজ

মেসেঞ্জারেও আর ইচ্ছে মতো ফরওয়ার্ড করা যাবে না মেসেজ, কেন জানেন ?

মেসেঞ্জারেও এবার থেকে নিয়ন্ত্রিত হবে মেসেজ ফরওয়ার্ডিং প্রক্রিয়া। আর ইচ্ছে মতো পাঠানো যাবে না মেসেজ। হোয়াটসঅ্যাপের মতোই। কিন্তু কেন ?

Bengal Live টেক নিউজঃ হোয়াটসঅ্যাপের পথেই হাঁটছে মেসেঞ্জারও। একবারে ৫ জনকেই ফরওয়ার্ড করা যাবে মেসেজ, তার বেশি না। বিভ্রান্তিকর ভুল তথ্যর ভাইরাল হয়ে যাওয়া এড়াতে এবং ফেক নিউজে রাশ টানতেই এই পদক্ষেপ বলে জানা গেছে। ২০১৮ সালে হোয়াটঅ্যাপে কার্যকরী হয়েছিল এই নিয়ম।

আরও রঙিন, আরও আকর্ষণীয় হচ্ছে হোয়াটসঅ্যাপ, আসছে নতুন ফিচার

মেসেঞ্জারে এই নতুন নিয়ম লাগু হওয়ার ফলে কোনও মেসেজ একবারে ৫ জনের বেশি অ্যাকাউন্টে পাঠানো যাবে না। মেসেঞ্জারের সুরক্ষা ও গোপনীয়তা বিভাগের ডিরেক্টর অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট, জয় সুলিভানের কথা অনুযায়ী, ফরওয়ার্ডিংয়ে সীমা আনলে ভুল তথ্যের ভাইরাল হওয়া রোখা যাবে।এই পদ্ধতি প্রথমে মার্চ মাসে ফেসবুক পরীক্ষা করেছিল। কিন্তু এখন সকলের জন্য আনতে চলেছে এই নিয়ম। যদিও বর্তমানে বিশ্বের কয়েকটি দেশেই কায়েম হয়েছে মেসেঞ্জারের এই নতুন নিয়ম। তবে ২৪ সেপ্টেম্বরের মধ্যেই সারা বিশ্বে বলবৎ হতে পারে এই নতুন নিয়ম।

Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button