গুগল প্লেকে বুড়ো আঙ্গুল দেখাতে ভারত আনতে চলেছে নিজস্ব অ্যাপ স্টোর।
Bengal Live টেক নিউজঃ google প্লে স্টোর বা Apple অ্যাপ স্টোরের মত এবার নিজস্ব অ্যাপ স্টোর আনতে চলেছে ভারত সরকার। এ নিয়ে ভারতীয স্টার্ট-অ্যাপ গুলোর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতীয় ইন্টারনেট ও মোবাইল অ্যাসোসিয়েশনের কর্তারা। এমনই দাবি করেছে NT NOW
পুদিনা পাতাঃ জানলে মহৌষধ, না জানলে আগাছা, জেনে নিন ১০ টি মহৎ গুণ
এই অ্যাপ স্টোর তৈরি করতে চলেছে ‘সেন্টার ফর ডেভেলাপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং’। দেশকে আত্ননির্ভর করতে এটার প্রয়োজন মনে করছে ভারত সরকার।
ফোনে প্রথম থেকেই অর্থাৎ ইনবিল্ট অবস্থা থেকেই এই স্টোর মোবাইলে রাখা বাধ্যতামূলক করা হতে পারে বলে জানা গিয়েছে। ‘আত্ননির্ভর অ্যাপ প্রকল্প’- এর অধীনে এই অ্যাপ স্টোর তৈরি করা হবে বলে জানা গিয়েছে।